বাৰ্তালিপি ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্ৰোঞ্জের প্লে-অফে হেরে চার নম্বরে শেষ করেছে ভারতীয় মহিলা হকি দল৷
বাৰ্তালিপি ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্ৰোঞ্জের প্লে-অফে হেরে চার নম্বরে শেষ করেছে ভারতীয় মহিলা হকি দল৷ তবে এই হতাশা ভুলে সামনের দিকে এগোতে চান লালরেমসিয়ামি মার৷ আর, সেজন্য কলাশিবের বাড়িতে এসেও প্ৰ্যাকটিসে খামতি নেই ভারতীয় দলের অন্যতম তারকা সিয়ামির৷ স্থানীয় জিমে যাচ্ছেন, নিজের ফিটনেসের জন্য৷ অবসরে প্ৰকৃতির কোলে সময় কাটাচ্ছেন, সুন্দর সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন৷
শিলচর থেকে তিন ঘণ্টার দূরত্ব কলাশিবের৷ এক সময় কাছাড়ের মারকুলিনে ছিলেন সিয়ামির মা-বাবা৷ তবে পরে তাঁরা মিজোরামের কলাশিবে বাড়ি তৈরি করেন৷ ফলে সিয়ামি এখন মিজোরামের স্থায়ী বাসিন্দা৷ তিনি জানান, ভারতীয় দল আগামী বছরের এশিয়ান গেমসকে খুব গুত্ব দিচ্ছে৷ এর মূল কারণ হল, প্যারিসের অলিম্পিক৷ ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে এশিয়ান কোটা থেকে সরাসরি ছাড়পত্ৰ পেতে হলে এশিয়ান গেমসে সোনা জিততে হবে৷ নাহলে অন্য বিকপ্ল রাস্তা ধরে যেতে হবে অলিম্পিকে৷ সেক্ষেত্ৰে কাজ কঠিন হয়ে পড়বে৷ তাই, যত আগে কোয়ালিফাই করা সম্ভব, ততটা মুক্তমনে প্ৰস্তুতি নেওয়া যাবে৷ ভারতীয় দলের সদস্যরাও ব্যাপারটি বুঝতে পেরে এশিয়াডের প্ৰস্তুতি শু করে দিতে চাইছেন৷
এদিকে, টোকিওতে পদক মিস হলেও তৃপ্তি কম নয় সিয়ামির৷ তিনি জানান, কোয়াৰ্টার ফাইনালে অস্ট্ৰেলিয়াকে হারানো তাঁর জীবনের এক স্মরণীয় মুহূৰ্ত৷ সেদিন ভারত ১-০ গোলে জয়লাভ করে৷ সিয়ামি জানান, সেমিফাইনালে কিংবা প্লে-অফে অস্ট্ৰেলিয়া ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে না পারায় হাত থেকে ফস্কে গেছে অলিম্পিকের পদক৷