BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর
Wednesday, 21 Apr 2021  বুধবার, ৭ বৈশাখ ১৪২৮
Bartalipi, বার্তালিপি, Bengali News Portal, বাংলা খবর

BARTALIPI, বার্তালিপি , Bengali News, Latest Bengali News, Bangla Khabar, Bengali News Headlines, বাংলা খবর

বাংলা খবর

বিশ্বের শীর্ষস্থানীয় বাংলা নিউজ পোর্টাল

ধোনি এবার আরও বেশি সময় কাটাবেন সেনাবাহিনীতে, জানালেন বন্ধু

Bartalipi, বার্তালিপি, ধোনি এবার আরও বেশি সময় কাটাবেন সেনাবাহিনীতে, জানালেন বন্ধু

নয়াদিল্লিঃ বাইশ গজ থেকে বিদায় নিয়ে মাহি এবার আরও বেশি সময় কাটাবেন সেনাবাহিনীর সঙ্গে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়িক পার্টনার অরুণ পাণ্ডে। এর আগেও ধোনিকে সেনাবাহিনীর সঙ্গে দেখা গিয়েছে। মাঝের একটা সময় টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। তাঁকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদও দিয়েছে টেরিটোরিয়াল আর্মি। এবার আরও বেশি সময় সেনা-জওয়ানদের সঙ্গে দেখা যাবে মাহিকে।

ধোনির বন্ধু আরও জানিয়েছেন, এবার মাহি যেমন সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাবেন তেমনই ব্যবসায়িক কাজে আরও বেশি করে মন দেবেন। অরুণ পাণ্ডে বলেছেন, মাহি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন শীঘ্রই তিনি অবসর ঘোষণা করবেন। কিন্তু তারিখ সম্পর্কে কাউকেই কিছু বলেননি। তাঁর কথায়, 'বোধহয় সাক্ষীও জানতেন না।'

অনেকের মতে, অবসরের দিনটিকে তাৎপর্যপূর্ন করে রাখতেই ১৫ অগস্টকে বেছে নিয়েছিলেন ধোনি। কারণ ফেয়ারওয়েল ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর। কোভিড আবহে তা হওয়া সম্ভবও ছিল না। তাই স্বাধীনতা দিবসেই নিজের অবসর ঘোষণা করেন ক্যাপ্টেন কুল।