বাৰ্তালিপি প্ৰতিবেদন, গুয়াহাটি, ১২ আগস্ট : রাজ্য সরকার ভোটের আগে বেকারদের এক লক্ষ কৰ্মসংস্থান দেওয়া হবে বলে যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা কাৰ্যকর করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে৷ মুখ্যমন্ত্ৰী নিজেই বিষয়টি দেখভাল করার জন্য রাজ্যের অৰ্থমন্ত্ৰী অজন্তা নেওগের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন৷ বৃহস্পতিবার এই কোর কমিটির তৃতীয় বৈঠক ছিল৷ সেখানে স্থির হয়েছে, পৰ্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন দফতরে শূন্য হওয়া পদগুলোতে কৰ্মী নিয়োগ করা হবে৷ এরইমধ্যে রাজ্য সরকার ২৫,৫০০ শূন্য পদ পূরণ করার প্ৰক্রিয়া শু করে দিয়েছে৷ বৰ্তমানে যে ৫২,৫০০ পদ শূন্য রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দফতরে রয়েছে ৮,৮৫৫টি, শিক্ষা বিভাগে আছে ২২ হাজার, গৃহ দফতরে রয়েছে ২২ হাজার৷ সেম্বের মাস থেকেই এই পদগুলোতে নিয়োগ প্ৰক্রিয়া শু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ অৰ্থমন্ত্ৰীর নেতৃত্বে গঠিত কমিটি আজ আরও স্থির করেছে, আগামী মন্ত্ৰিসভার বৈঠকে বাকি দফতরগুলোর শূন্য পদগুলোর সংখ্যা চেয়ে পাঠানো হবে৷ এরপরই ওই বৈঠকেই কবে নাগাদ বাকি ৪৮ হাজার পদে নিয়োগ করা হবে তার দিনক্ষণ চূড়ান্ত করা হবে৷ ট্যুইট করে আজ এ কথা জানিয়েছেন রাজ্যের অৰ্থমন্ত্ৰী অজন্তা নেওগ৷
সেম্বেরেই ৫২ হাজার ৫০০ পদে নিয়োগ প্ৰক্রিয়া শুরু : অজন্তা